শিরোনাম

ছোট্ট প্লেন নিয়ে ১৪ মাসের বিশ্বভ্রমণে পুরো পরিবার

সংবাদটি প্রকাশিত হয়েছে : বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩ ১:২৬:৪৪ অপরাহ্ণ

বিশ্বভ্রমণের বিষয়টি বেশির ভাগ মানুষের কাছে শুধুই কল্পনা। তা যদি হয় পরিবার নিয়ে একই উড়োজাহাজে চড়ে? এমন সেই কল্পনাকেই বাস্তবে পরিণত করেছে কানাডার পটার পরিবার। ১৪ মাস ধরে বিশ্বভ্রমণের পরিকল্পনা রয়েছে পরিবারটির সদস্যদের। এরই মধ্যে গত সাত মাসে তাঁরা প্রায় ২০টি দেশ ভ্রমণ করেছেন।

ইয়ান পটার চার দশক ধরে ব্যক্তিগত বৈমানিক হিসেবে কাজ করছেন। তার মেয়ে সামান্থা ও সিডনি বৈমানিক। স্ত্রী মিশেল, ছেলে ক্রিস্টোফার ও দুই মেয়েকে নিয়ে গত বছরের ১৫ জুন ভ্যাংকুভার থেকে যাত্রা শুরু করেন ইয়ান। এর পর থেকে প্রায় প্রতিদিনই ভ্রমণ করে চলেছেন তারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, বলিভিয়া, প্যারাগুয়ে, আর্জেন্টিনাসহ প্রায় ২০টি দেশ ভ্রমণ করেছেন তারা। অতিক্রম করেছেন ২৫ হাজার নটিক্যাল মাইল।

ইয়ান বলেন, পাঁচজন যাত্রী, জরুরি সরঞ্জাম, প্রয়োজনীয়সংখ্যক লাগেজ বহন করা যাবে—এমন উড়োজাহাজ খুঁজে পাওয়া সহজ ছিল না। এরই মধ্যে তাঁদের চাহিদা অনুযায়ী একটি উড়োজাহাজ বিক্রির খবর পান ইয়ান। পাঁচ লাখ ডলারে উড়োজাহাজটি কিনে নেন তিনি।

এরই মধ্যে ১৬০টি ভিন্ন বিমানবন্দরে অবতরণ করেছে এই পরিবার। ভ্রমণকালে দাতব্য সংস্থার জন্য ১০ লাখ ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে তাঁদের।

সূত্র : সিএনএন

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

সাম্প্রতিক খবর

Contact Us