প্রায় ১৪ বছর পর আইয়ুব বাচ্চুর জন্মদিনে প্রকাশ পেল তার অপ্রকাশিত একটি গান। ভাবসূত্র নামের এই গানটি রেকর্ড করা হয়েছিল ২০০৫ সালে। ওই বছর প্রকাশিত ‘ফিসফাসফিস’ অ্যালবামের জন্য গানটি নির্মাণ করা হলেও অদৃশ্য কোনো কারণে গানটি আর অ্যালবামে যুক্ত হয়নি।
গত ১৬ আগস্ট বিকেল ৪টায় সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়। ‘ভাবসূত্র’-এর কথা লিখেছেন মারজুক রাসেল। সুর-সংগীতায়োজন করেছিলেন আইয়ুব বাচ্চু নিজেই।
বিডি প্রতিদিন
Facebook Comments