পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে মো. আলামিন মৃধা(৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। শনিবার রাতে সাড়ে আটটার দিকে উপজেলার আদাবাড়িয়ার মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আদাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ মাধবপুর গ্রামের সানু মৃধার ছেলে।
এ ঘটনায় নিহতের চাচা আবদুল মোতালেব মৃধা (৬০) ও তার ছেলে লাবিব মৃধাকে(১৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জানা গেছে, আদাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ মাধবপুর গ্রামের মোতালেব মৃধা ও সানু মৃধার সঙ্গে পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় মিলঘর থেকে বাড়ি যাচ্ছিলেন আলামিন মৃধা। পথে চাচা মোতালেব মৃধা তার ছেলে লাব্বি, জাফরের নেতৃত্বে ৫-৬ জন আলামিনকে ছুরিকাঘাত করেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত বাবা–ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।