সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার ডংরিয়া গ্রামে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত ও দুই জন আহত হয়েছে।
নিহতরা হলেন- ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদ (৬২) ও তার ভাতিজা রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়া (৪২)।বর্তমানে গ্রামের থমথমে অবস্থা বিরাজ করায় পুলিশ প্রশাসনের মোতায়েন আছে।
পুলিশ সূত্রে জানা যায়,জমিজমা নিয়ে আব্দুল তাহিদের সঙ্গে রিপন মিয়ার বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি শুরু হয়। এসময় গুরুতর আহত আব্দুল তাহিদ ও রিপন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মুক্তাদীর আহমদ জানান,সম্পদের ভাগ বন্টন নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন।এ বিষয়ে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।
Facebook Comments