শিরোনাম

জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে পাঁচ বাঙালি শ্রমিকের নিহত হওয়ার ঘটনায় কবিতা লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি

সংবাদটি প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০১৯ ১০:২৬:২৪ পূর্বাহ্ণ
কবিতা লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি
কবিতা লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি

কয়েকদিন আগে ভারতের জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে পাঁচ বাঙালি শ্রমিকের নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে এবার কবিতা লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি। মঙ্গলবার রাতে ‘কাশ্মীর’ শীর্ষক একটি কবিতা লেখেন তিনি। কবিতাটি হুবুহু তুলে ধরা হল-

কেন ঝরলো এত রক্ত?
নিষ্পাপ শ্রমিকদের,
ফুল সামগ্রীর সম্ভার কাশ্মীরি উপত্যকায়?

কারা আছে এর পশ্চাতে?
কোন অপরাধী তো তারা নয়?
শ্রমের বিনিময়ে কাজ করবার
উৎসাহ ছিল তাদের।
বরাবর তারা এভাবেই কাজ করেছে
তাদের প্রিয় কাশ্মীর সুন্দরিণীতে,
তবে আজ কি হল?

আপেল-এর বাগানগুলোতে
ওরা তো আপেল-এর সাথে
ওদের খেলাতে মগ্ন ছিল।

লাল টকটকে আপেল
ওদের রক্তে লাল থেকে
হয়ে গেল কালো বিদীর্ণ!
তবে কি আজ ওদের দেখার কেউ নেই?

ভগ্ন হৃদয়ে ফিরে এল কফিন,
জীবন্ত মানুষগুলো আর ফিরলা না!
আর কোন দিনই ওরা ফিরবে না।
তবে কি আতঙ্ক গ্রাস করল
আমাদের স্বর্গভূমি কাশ্মীরকে?

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাতে জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার কাতারসু এলাকায় পাঁচ শ্রমিককে গুলি করে হত্যা করা হয়। নিহত শ্রমিকরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিহি থানার বাহালনগর গ্রামের বাসিন্দা। সংসারের হাল ফেরাতে কাশ্মীরের আপেল বাগানে কাজ করার জন্যই বাড়ি ছাড়েন তারা। কিন্তু জঙ্গি হামলায় নিথর দেহ হয়ে ফিরতে হয় ওই পাঁচ জনকে। আহত হয়ে আরও এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। জঙ্গি হামলার নিন্দা করার পাশাপাশি এই ঘটনা পূর্ব পরিকল্পিত বলেও এর আগে মন্তব্য করেছিলেন মমতা। আর এবার সেই ঘটনার নিন্দা জানিয়েই মমতা ব্যনার্জির এই কবিতা।

Spread the love
Facebook Comments

Contact Us