রবিবার (৬ আগস্ট) জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাহাঙ্গীর আলম এই আদেশ দেন।
দুই আইনজীবী হলেন- হাইকোর্টের আইনজীবী হাসিনুর রহমান এবং জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী রবিউল ইসলাম। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. আজাদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পাঁচবিবি থানার পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় তারা উপজেলার বালিঘাটা বাজার (মহাজের কলোনি, ঢাকাপট্টি) এলাকার মো. আয়নাল হোসেন (২৮) ও হজরত আলীকে ৩০০ ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় এএসআই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানা একটি মামলা করেন।
আসামি মো. আয়নাল হোসেনের পক্ষে আদালতে একাধিকবার জামিনের আবেদন করা হয়। ওই মামলায় জেলা ও দায়রা জজ আদালতের জামিন আবেদন নামঞ্জুরের আদেশ নিয়ে হাইকোর্টে জামিন আবেদন করা হয়। হাইকোর্টে জামিন আবেদনের সঙ্গে দেওয়া মামলার এজাহার কপি ও জব্দ তালিকা (জাবেদা নকল) দাখিল করা হয়েছিল। সেখানে ৩০০ ইয়াবার বদলে ৩০টি দেখালে হাইকোর্ট আসামিকে জামিন দেন।