নীলফামারীর জলঢাকা উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে ভবেশ চন্দ্র (২৭) নামের এক প্রতিবেশী যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী মৃণাল চন্দ্রকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে সীমান্ত গলিয়ে অবৈধভাবে ভারত পালিয়ে যাওয়ার সময় পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত রবিবার রাত ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছিল। হত্যাকারী মৃণাল একই এলাকার দিনেশ চন্দ্রের ছেলে এবং নিহত ভবেশ চন্দ্র একই এলাকার মানিক চন্দ্রের ছেলে।
এ বিষয়ে জলঢাকা থানার ওসি মোক্তারুল আলম বলেন, হত্যাকাণ্ডের পর থেকে আমরা আসামির পালিয়ে যাওয়ার স্থানগুলো মোবাইল ট্র্যাকিং করে ফলো করছিলাম। বুধবার ভোরে তার অবস্থান চিহ্নিত করা হয় পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে। সেখানে বুধবার ভোর ৪টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুর’এর নেতৃত্বে অভিযান চালিয়ে আসামি মৃণালকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৃণাল চন্দ্র হত্যার কথা স্বীকার করেন। ভবেশের সঙ্গে তার স্ত্রীর পরকীয়ার সম্পর্ক ছিল। এর প্রতিশোধ নিতে ভবেশকে হত্যা করেছে বলে সে জানায়। বুধবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।