জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরীর কর্নেল হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জসিম সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ কেদারখিল গ্রামের দর্জিবাড়ির প্রয়াত জামাল উল্লাহর ছেলে। বর্তমানে তিনি জামায়াত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখা, উত্তর জেলা ছাত্রশিবির সভাপতি এবং সীতাকুণ্ড থানা জামায়াতে ইসলামীর আমির ছিলেন।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে পুলিশ বলছে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর সারাদেশে সহিংসতার যেসব ঘটনা ঘটেছে, জসিমও তার ‘মাস্টারমাইন্ড’।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ২০১৩-১৪ সালে আগুন সন্ত্রাসের ইন্ধন দাতা ছিল জসিম। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর সারাদেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে এতে জসিমও মাস্টারমাইন্ড বলে গোয়েন্দা তথ্য উঠে এসেছে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।