কুয়াকাটায় আবাসিক হোটেলে গোপন সভা চলাকালে জামায়াত-শিবিরের ১১ জন সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
ওই হোটেলে জামায়াত-শিবিরের ৫০/৬০ জন সদস্য অবস্থান করছিলেন। অভিযানকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
আটকরা হচ্ছেন- ফরিদুল হক (৫৬), মোজাম্মেল হক (৭৫), ফারুক হোসেন (৫৭), আজিজুর রহমান (৩৮), হান্নান (৫০), আরিফ হোসেন হাওলাদার (২৪), জাহিদুল ইসলাম (৪৬), রফিকুল ইসলাম (৫৪), এনামুল হক সরদার (৩৭), আব্দুল হালিম হাওলাদার (৬৪) ও হারুন-অর-রশীদ (৫৭)। এদের সবার বাড়ি ঝালকাঠির বিভিন্ন গ্রামে। তারা জামায়াত-শিবিরের সদস্য।
আহত এসআই সহিদুল ইসলাম, কনস্টেবল মাসুম, হাসান ও ফরহাদকে কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশের কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ধস্তাধস্তির সময় জামায়াত-শিবিরের অন্তত ৪০ সদস্য পালিয়ে যান। কুয়াকাটায় মহাসড়ক লাগোয়া হোটেল আল হেরায় পুরুষ-নারীসহ অর্ধশতাধিক সদস্যের দলটি তিন তলায় সকাল ১০টা থেকে গোপন মিটিং করছিল। পুলিশ দুপুরে গোপনসূত্রে খবর পেয়ে হোটেলটিতে অভিযান চালায়।