জামালপুরে জিয়া পরিষদ নেতা মরহুম রিপনের স্মরণ সভা
এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জিয়া পরিষদ জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মরহুম অধ্যক্ষ হাবিবুর রহমান রিপনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জিয়া পরিষদ জামালপুর জেলা শাখা।
জিয়া পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মো. আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় মরহুম রিপনের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা সফিউর রহমান সফি, শফিকুল ইসলাম খান সজিব, সেলিনা বেগম, শ্রমিকদল নেতা শেখ আব্দুস সোবাহান, জিয়া পরিষদ নেতা ডা. আহম্মদ আলী আকন্দ, অধ্যাপক নওশের আলী, এডভোকেট আব্দুল হাই, এডভোকেট মোবারক হোসেন, মো. আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ, মো. শামীম হোসেন, আমিনুল ইসলাম বিএসসি ও বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
স্মরণ সভা শেষে জিয়া পরিষদ জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মরহুম অধ্যক্ষ হাবিবুর রহমান রিপনের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা হাতেম আলী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সুপার আব্দুল মোতালেব সেলিম।
Facebook Comments