জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যুর পর দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১ জুলাই) বিকেলে মহাদান ইউনিয়নের খাগুড়িয়া ও বিলবালিয়া-ধোপাদহ গ্রামে ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সিরাজুল ইসলামের (৬০) কাছে শনিবার দুপুরে সুদের পাওনা টাকা চাইতে আসেন মোজ্জামেল হোসেন মোজা (৫০) ও জুলু মিয়া (৫০)। তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে সিরাজুল জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে মারা যান।
বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং জুলুর স্ত্রী আসমা বেগম (৪০) ও মোজাকে আটক করে।
সিরাজুল মৃত নিজাম উদ্দিনের ছেলে, মোজা মৃত মসকেত আলীর ছেলে এবং জুলু মৃত হোসেন শেখের ছেলে। তাদের তিনজনের বাড়িই উপজেলার মহাদান ইউনিয়নের খাগুড়িয়া গ্রামে।
অন্যদিকে একই ইউনিয়নের বিলবালিয়া-ধোপাদহ গ্রামের মৃত আবুল কাশেম ছেলে আব্দুর রশিদের (৫৫) সঙ্গে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ বাধে প্রতিবেশী ইউসুফ আলীর ছেলে ইউনুস মিয়ার (৫৫)। এ নিয়ে শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তারা হাতাহাতিতে লিপ্ত হন। এক পর্যায়ে আব্দুর রশিদ মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউনুস, রুবেল ও তার স্ত্রীকে আটক করে।