মাত্র ১০০ টাকার জন্য জামালপুরে ডিস কর্মচারী সৌরভের এক ঘুষিতে হাফিজুর নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে জামালপুর পৌর শহরের রামনগর এলাকায় ডিসের বিল নিয়ে কথা কাটাকাটির জেরে এই ঘটনা ঘটে। নিহত হাফিজুর একই এলাকার তোতা মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, ডিস কর্মচারী সৌরভ সকাল ৯টার দিকে বিল নেওয়ার জন্য হাফিজুর রহমানের বাড়িতে যায়। এ সময় হাফিজুর তার স্ত্রীকে ১০০ টাকা দিতে বলেন। সৌরভকে ৫০০ টাকার নোট দেওয়া হলে তিনি ২০০ টাকা রেখে ৩০০ টাকা ফেরত দেন। এতেই ক্ষুব্ধ হন হাফিজুর।
এ নিয়ে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ডিস কর্মচারী সৌরভ হাফিজুরের কানের নিচে ঘুষি মারেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন হাফিজুর। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।