টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের দফায়- দফায় সংঘর্ষের ঘটে।
সংঘর্ষে কমলা বেগম, আব্দুর রহমান, ময়েন উদ্দিন, সহিতন, সূচি বেগম, খায়রুল, আসাদুল, দুলালসহ ১০জন আহত হন। কেটে ফেলা সূচী বেগমের হাতের আঙ্গুল। বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজন।
স্থানীয়রা জানান, ভূঞাপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পানির বোতল প্রতীকের আনোয়ার হোসেনের সমর্থিতরা জাল ভোট দেওয়া শুরু করে। পরে বিষয়টি নিয়ে কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতীকের জাহিদুল ইসলামের সমর্থকরা প্রতিবাদ করে। একপর্যায়ে জাহিদুলের এজেন্টসহ সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এ সময় আনোয়ারের সমর্থকদের সঙ্গে জাহিদুল ইসলামের সমর্থকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় জাহিদুলের পক্ষের নারীসহ ১০ জন আহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। এ সময় প্রিজাইডিং অফিসার শাহীনুল ইসলামের বিরুদ্ধে কক্ষ বন্ধ রেখে সিল মারার অভিযোগ উঠে।
শাহীনুল ইসলাম বলেন, দুই কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Facebook Comments