চট্টগ্রাম নগরীতে জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবকের নাম মোহাম্মদ ইউনুস। রবিবার রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চমেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ হাজার টাকার সমমূল্যের জালনোটসহ এক যুবককে গ্রেফতার করা হয়।
তিনি সিএনজিচালিত অটোরিকশা চালকদের টাগের্ট করে জাল নোট দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে।
Facebook Comments