পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে জেলেদের ট্রলার আটকে ও তাদের জিম্মি করে ঘুস দাবির অভিযোগ উঠেছে নৌপুলিশের বিরুদ্ধে।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
ঘটনার দিন তার বাবা মো. আলমগীর ড্রাইভারসহ অন্য জেলেরা তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে যান। পরে নদীতে অভিযানের নামে দশমিনা নৌপুলিশের সদস্যরা নদীতে গিয়ে তার বাবারসহ আরও ৫টি ট্রলার আটক করেন।
এ সময় পুলিশ সদস্যরা অন্তত ২৫ জন জেলেকে আটকে রাখেন। মো. কাদেরের অভিযোগ তার বাবাকে আটক করার পর নৌপুলিশের সদস্যরা নৌপুলিশ সংশ্লিষ্ট এক ব্যক্তির মাধ্যমে তার বাবার কাছে ১০ হাজার টাকা ঘুস দাবি করেন।
কাদের বলেন, ঘুস দাবির পর বিষয়টি তিনি ইউএনও নাফিসা নাজ নীরাকে জানানোর পর তার হস্তক্ষেপে কাদেরের বাবাকে ছেড়ে দেন পুলিশ সদস্যরা।
ইউএনও নাফিসা নাজ নীরা বলেন, এক যুবক আমাকে ফোন করে অভিযোগ জানান। বিষয়টি আমি তাৎক্ষণিক নৌপুলিশের ইনচার্জকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলি।