পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: সদ্য জেল থেকে বের হওয়া ফেনীর ফুলগাজী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী ১০(মাদক) মামলার আসামি মোঃ ইব্রাহিমকে আবারো ৫২ পিস ইয়াবা টেবলেটসহ আটক করেছে পুলিশ।
ফুলগাজী থানা পুলিশের এএসআই নুরুজ্জামান, এএসআই সঞ্জয় ভট্টাচার্য ও এসআই আমির হোসেনসহ একটি টিম ইব্রাহিমকে সোমবার ৭ ডিসেম্বর আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইব্রাহিম দীর্ঘদিন যাবৎ ফুলগাজীর উপজেলার বিভিন্ন জায়গায়/ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার এই কর্মকান্ডের কারণে একদিকে যুবসমাজ মাদকে জড়িয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে অন্যদিকে সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে।
এর আগে গত ১৫ নভেম্বর মাদক বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। জেল হাজত থেকে বেরিয়ে কয়েকদিনের ব্যবধানে আবারও ৫২ পিস ইয়াবা সহ গ্রেপ্তার হয়।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামি ইব্রাহিমের বিরুদ্ধে ফেনী সদর থানায় ৩ টি ও ফুলগাজী থানায় ৭টি সহ মোট ১০ টি মাদক মামলা রয়েছে। ইব্রাহিম এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ী।
https://sonarbangla365.com/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7
Facebook Comments