থানা লামা জেলা বান্দরবান রুপসী পাড়া ইউনিয়ন গ্রাম মুসলিম পাড়া তানবীর, নিজস্ব প্রতিনিধি ঃ- যা খুশি জিজ্ঞেস করুন, উত্তরে জানি না বললেই গালি দিন। আপনার অপছন্দের উত্তর দিলেও গালি দিন। সঠিক উত্তর পেয়েও জিজ্ঞেস করুন এই তথ্য কেমনে পেলাম…?? সন্দেহ করুন, ‘গোপন যোগাযোগ রাখছে।’ ৩ নম্বর বাসে ঝুলে অফিস যাচ্ছি? ‘ফকিন্নির পুত’ গালি দিন। সিএনজিতে চড়ে যাচ্ছি? বলুন, ‘ধান্দার টাকায় চলি।’ নির্বাচনে ভোট জালিয়াতি দেখাই? বলুন, ‘সরকারের বিরুদ্ধে কাজ করছি।’ নির্বাচন স্বাভাবিক বলছি? বলুন, ‘সরকারের চাকর, ট্যাকা খাইসে।’ হরতালের খবর দিচ্ছি? বলুন ‘আমরাই হরতাল সফল করছি।’ সহিংসতার খবর দেখাচ্ছি না? বলুন, ‘ধুর শালারা *লের সাংবাদিক।’ লাইভ দেখাচ্ছি না? ‘ধুর চ্যানেল পাল্টান, দেখুন অন্য কেউ দেখাচ্ছে কি না!’ লাইভ দেখাচ্ছি? স্ক্রিনে লোলুপ দৃষ্টি রেখে বলুন, ‘আয় হায় অন্য কেউ দেখায় না, এরা কোন দেশের গরু?’ আসামির চেহারা দেখাচ্ছি? বলুন, ‘ইশ্ চেহারা দেখিয়ে অন্যায়
করলো আবালগুলা।’ চেহারা দেখাচ্ছি না? বলুন, ‘মিডিয়াও বিক্রি হইয়া গেসে রে, টেকা খাইয়া আসামির চেহারা দেখায় না। পরে আসামি পাল্টায় ফেলবে।’ কোন দুর্ঘটনা বা মারামারি ভিডিও
করছি? আপনিও পাশে দাঁড়িয়ে দেখতে দেখতে বলুন, ‘আরে শালার সাংবাদিক, মানুষ না বাঁচায়ে
ভিডিও করস?’ কিন্তু আপনারা ‘সর্বময় শিক্ষক’। কেননা আপনারা সব জানেন। একবার এসে
দেখুন আমাদের জায়গায়। শ্রেফ একবার আমাদের মতো মানুষ যেখান থেকে পালিয়ে আসছে,
এক বুক সাহস নিয়ে উল্টো সেদিকেই এগিয়ে যান। একবার পেছনে গোলাগুলি রেখে ক্যামেরায় স্বাভাবিক চেহারা করে দাঁড়িয়ে থাকুন। শ্রেফ একবার। আসুন।
Facebook Comments