আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট র্যাব ক্যাম্পের চৌকস অভিযানিক দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১টি ওয়ান শুটারগান ও ৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে।
শুক্রবার বিকেলে জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (২০ মে) ভোররাতে জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর বাজার এলাকা থেকে মাধাইনগর গ্রামের আব্দুল ওহাবের ছেলে আব্দুল্লাহ (২০) নামে এক যুবককে ১টি ওয়ান শুটারগানসহ
আটক করা হয়।
আপর দিকে শুক্রবার (২০ মে) দুপুরে র্যাবের অপর এক অভিযানে নওগাঁ জেলার পার নওগাঁ স্টেডিয়াম গেট এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ কুমিল্লা সদর উপজেলার খিলপাড়া এলাকার মৃত দৌলত খানের ছেলে রাকিব হোসেন দিপু (২০) নামে এক যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকালে শুটারগানসহ আটক আব্দুল্লাহকে জয়পুরহাট সদর থনায় ও গাঁজাসহ দিপুকে নওগাঁ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Facebook Comments