সম্প্রতি রিয়াল মাদ্রিদের সময়টা ভালো যাচ্ছে না। প্রাক মৌসুম টুর্নামেন্টগুলোতে বেশ ভুগতে হচ্ছে। তবে শেষপর্যন্ত জয়ের দেখা পেল জিনেদিন জিদানের শিষ্যরা।
অডি কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তুরস্কের ক্লাব ফেনেরবাচকে ৫-৩ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। বুধবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এই খেলা হয়।
রিয়ালে জয়ের ম্যাচে হ্যাটট্রিক গোল করেন বেনজেমা। অন্য দুটি গোল করেন নাচো ও মারিয়ানো।
ম্যাচের শুরুতেই রিয়াল মাদ্রিকে ভয় ধরিয়ে দিয়েছিল ফেনেরবাচ। কারণ ম্যাচের ৬ মিনিটের মাথায় গ্যারে রোদ্রিগেজের গোলে এগিয়ে যায় দলটি। তবে ১২ মিনিটের মাথায় গোল পরিশোধ করেন রিয়ালের বেনজামা। ২৭ মিনিটের মাথায় ফের গোল করে রিয়ালকে এগিয়ে দেন তিনি।
বিরতি পর্যন্ত ২-২ গোলের সমতা ছিল। বিরতির পর নিজের হ্যাটট্রিক পূর্ন করেন বেনজামা। ম্যাচের ৬২ মিনিটে নাচোর গোলে এগিয়ে যায় রিয়াল। ৭৯ মিনিটে মারিয়ানোর গোলে জয় নিশ্চিত হয় জিনেদিন জিদানের শিষ্যদের।
এর আগে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৭-৩ গোলে হারে রিয়াল। পরে অডি কাপের সেমিফাইনালে টটেনহ্যামের কাছে ১-০ গোলে পরাজয় বরণ করে লস ব্ল্যাঙ্কসরা।
Facebook Comments