মো:সাগর হাওলাদার ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি শহরের বাতাসাপট্টি আরাফাত বোডিং (আবাসিক) হোটেলে অভিযান চালিয়ে ২৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। রবিবার বিকেল পৌনে ৪ টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-নোয়াখালী জেলার সুবর্ণচর থানাধীন পশ্চিম চর জব্বার এলাকার মৃত খুরশীদ আলমের ছেলে বেলায়েত হোসেন (৪০) ও চট্রগ্রামের খুলশী থানার পলিটেকনিক্যাল ছাফা নগর এলাকার মৃত আবুল হাসেম হাওলাদারের ছেলে নির আহমদ (৪১) ।
র্যাব জানায়, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলার সদর থানাধীন বাতাসাপট্টি রোড সংলগ্ন আরাফাত বোডিং(আবাসিক) নামক হোটেলের চতুর্থ তলার ৪০৪ নং কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৪,৪০০ (চব্বিশ হাজার চারশত) পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ৮১,৮৩০ (একাশি হাজার আট শত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব – ৮ এর বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি জেলার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব ৮।
Facebook Comments