আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার:
ঝিনাইদহের সদর উপজেলার শ্রীপুর পুর্ব পাড়া গ্রামের মহা শ্মশান ঘাটের গাছ কাটাতে বাঁধা প্রদান করাতে এবং সমাবেশে না যাওয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ৪ জনকে গত (২৯ নভেম্বর ২০২৩) সন্ধ্যা অনুমান ০৭,৩০ মিনিট সময়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত হাড় কাটা জখম করেছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান এজাহার ও ঘটনা সুত্রে জানা যায়, ঘটনার ৪ দিন পূর্বে দূর্বৃত্তরা শ্রীপুর গ্রামের পূর্ব পাড়াপাড়া সনাতন ধর্মের সার্বজনীন মহা শ্মশান ঘাটের জায়গা থেকে জোর করে গাছপালা কেটে নিয়েছে। সনাতন ধর্মের লোকজন গাছপালা কাটতে নিষেধ করায় দূর্বৃত্তরা তাঁদের মারধর করার পায়তারা সহ খুন জখমের ভয়ভীতি হুমকি দিয়ে আসছিল। তাছাড়া গত (২৮ নভেম্বর ২০২৩) সে সমাবেশে যাওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বীদের বাড়ীতে বাড়ীতে গিয়ে বলে আসে দূর্বৃত্তরা সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েলের ছত্র ছায়ায় চলে বিধায় সাবেক চেয়ারম্যানকে জানালেও সে কোন প্রতিকার না করে কালক্ষেপন করতে থাকে।
এরই ধারাবাহিকতায়, উপজেলার শ্রীপুর গ্রামের কাশিনাথ বিশ্বাসের পুত্র দ্বয় ১।সন্তোষ কুমার বিশ্বাস (৫৫), ২।অমল কুমার বিশ্বাস (৪৩), সন্তোষ কুমার বিশ্বাসের পুত্র ৩। চিরনজিৎ কুমার বিশ্বাস (২৩), বিশ্বজিৎ কুমার গন গত (২৯ নভেম্বর ২০২৩) সন্ধ্যা অনুমান ০৭.৩০ মিনিট সময়ে শ্রীপুর গ্রামের শ্মশান ঘাটের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় দাড়িয়ে কথাবার্তা বলাকালে, শ্মশানের গাছ কাটতে নিষেধ করায় ও গত দিনের সমাবেশে না যাওয়ার আক্রোশে, দূর্বৃত্তরা একজোট হয়ে পূর্ব পরিকল্পিতভাবে ২০/২২ জন দুর্বৃত্ত হাতে রাম-দা, ছোরা, ভুজালি, হাসুয়া, চাপাতি, ডাসা-দা, লোহার রড, লাঠি-সোটা ইত্যাদি দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে, ভিকটিমদের ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত হাড়কাটা জখম করে এসময় ভিকটিমদের আত্মচিৎকারে স্থানীয়রা আগাইয়া আসিলে দূর্বৃত্তরা খুন করার ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়, পরে স্থানীয়রা ভিকটিমদের উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করান এবং সন্তোষ কুমার বিশ্বাস, অমল কুমার বিশ্বাস, চিরনজিৎ কুমার বিশ্বাস এদের শারীরিক অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন আর বিশ্বজিৎ কুমার সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকেন।
উক্ত ঘটনার বিষয়ে, ভিকটিম সন্তোষ কুমার বিশ্বাসের বড় ভাই শান্তি কুমার বিশ্বাস (৬২) বাদী হয়ে গত (৩০ নভেম্বর ২০২৩)সে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন মামলা নং ৪১।
আসামিরা হলেন উপজেলার বাজার গোপালপুর গ্রামের আঃ খালেক এর পুত্র ১। টিটোন (২২), নুর ইসলাম এর পুত্র ২। জিহাদ (২৩), ওলিয়ার রহমানের পত্র ৩। আঃ গফফার (২২), জাকির হোসেনের পুত্র ৪। আশিক (২১), মৃত মোজাম্মেল হক এর পুত্র ৫। টিপন (২৪), জালাল এর পুত্র ৬। সাইফুল (২১), মোজাম এর পুত্র ৭। লিখন (২০), হেলাল উদ্দিন এর পুত্র ৮। মিরাজ (২০), মৃত পাগল চাঁদ এর পুত্র ৯। মুজিবর রহমান (৪৬), অজ্ঞাতনামা আরও ১০/১২ জন।
বি ডি এম ডাব্লুর সভাপতি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন উদ্দিন এর নিকট ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন দুই জন আসামিকে গ্রেফতার করা হয়েছে আর বাকি আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে এবং সকল অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
বি ডি এম ডাব্লুর সভাপতি এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
Like this:
Like Loading...