ঝিনাইদহে চার বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. সাহেব আলীকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বাড়ির পাশে খেলা করা অবস্থায় মিষ্টি খেতে দেওয়ার কথা বলে সাহেব আলী নিজ বসত ঘরের মধ্যে নিয়ে চার বছরের ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের ডাকচিৎকারে লোকজন ছুটে এলে আসামি পালিয়ে যায়।
স্থানীয় র্যাব ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। র্যাব-৬ ঝিনাইদহ ধর্ষণকারীকে গ্রেফতারের জন্য অভিযানে নামে। বৃহস্পতিবার সাহেব আলীকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।