ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ভানু বেগম (৬০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) রাতে উপজেলার বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভানু বেগম ওই গ্রামের মরহুম কফিল উদ্দিনের স্ত্রী।
নিহতের প্রতিবেশী হালিমা খাতুন জানান, শুক্রবার সকালে তিনি শাক তুলতে মাঠে গিয়েছিলেন। সারাদিন তাকে আমরা অনেকেই খোঁজ করে পাইনি। পরে রাত ৯টার দিকে বিদ্যুতের খুঁটির পাশে পড়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিদ্যুতের খুঁটির পাশে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়।