নেত্রকোনার কলমাকান্দার পোগলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মতিউর রহমান (৬০) হত্যার ঘটনায় আদালতে দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার দুপুরে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাজু খান ও আপেল মিয়া জানিয়েছেন নিহত মতিউর রহমান গরু চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন। গত কয়েক দিন আগে তার নেতৃত্বে এক গৃহস্থ বাড়ির গোয়াল থেকে একটি গরু চুরি করা হয়। গরু চুরির টাকার ভাগবাটোয়ারা দ্বন্দ্বে সাজু ও আপেল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পতিত জমিতে ধাক্কা দিয়ে শ্বাস রোধ করে হত্যা করেন।