ঈশ্বরদীর মাজদিয়া পশ্চিম খাঁ পাড়ায় নিজ বাড়িতে নতুন টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে জিয়ারুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জিয়ারুল উপজেলার সাড়া ইউনিয়নের মাজদিয়া পশ্চিম খাঁ পাড়ার নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, আজ সকাল ১১টার দিকে নতুন টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুতের তারে জরিয়ে পড়েন। ওই সময় ঈশ্বরদী বিমান বন্দর ফীডার এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। তিনি টেলিভিশনের সংযোগের কাজ করার সময় হটাৎ বিদ্যুৎ সংযোগ চলে আসলে স্পষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবন্দু সরকার জানান, লাশ দাফনের জন্যে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।