বড় ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায় মাছবোঝাই মিনিট্রাকের সামনের অংশ। ছবি: মাহমুদুল হাসানময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় চালকসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার মেহড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিন ব্যক্তির মধ্যে একজনের নাম জানা গেছে। তাঁর নাম তাহের (৪৫)। বাবার নাম কাদের ভূঁইয়া। বাড়ি মোহনগঞ্জ থানার প্রসন্নপুর গ্রামে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ভোররাত সাড়ে চারটার দিকে মেহড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাকের পেছনে মাছবোঝাই একটি মিনিট্রাক ধাক্কা খায়। এতে মিনিট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
রাকিবুল হাসান জানান, মিনিট্রাকের সামনের আসনে চালক ও অপর দুই ব্যক্তি ছিলেন। দুর্ঘটনার পর মিনিট্রাকের সামনের দুমড়েমুচড়ে যাওয়া অংশে তাঁরা নিথর হয়ে পড়ে ছিলেন। পরে রেকার দিয়ে বড় ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। আর মিনিট্রাক থেকে মৃত অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করা হয়।
Facebook Comments