চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক রমজান আলী (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রমজান সদর উপজেলার ভাগ্যবানপুর লাহারপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।
পুলিশ সূত্র জানায়, আজ রবিবার বেলা পৌনে ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে রমজান সোনামসজিদ স্থলবন্দরগামী মহাসড়ক ধরে মোটরসাইকেল চালিয়ে জেলার শিবগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলেন।
পথে মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড বাজার এলাকায় সামনে থাকা একটি মাইক্রোবাস হঠাৎ ব্রেক করলে তিনিও ব্রেক কষলে সড়কে ছিটকে পড়েন। এসময় বিপরীত সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক তাকে পিষ্ট করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়।
সদর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।পুলিশ ট্রাকটি জব্দ করেছে।