রাজধানীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় এএসআই আবদুল বাতেন (৪৫) নিহত হয়েছেন।
নিহত আবদুল বাতেন গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন।তার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার আউলিয়াকান্দা গ্রামে।
নিহতের স্ত্রী ফারজানা আক্তার ঝর্ণা জানান, এক ছেলে ও দুই মেয়েসহ নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় থাকতেন তারা। তার স্বামী বাতেন কর্মস্থল গেন্ডারিয়া থানায় যাওয়ার জন্য দুপুরে বাসা থেকে বের হন। রাতে ঢাকা মেডিকেল থেকে দুর্ঘটনার খবর শুনতে পান তিনি।
তাকে হাসপাতালে নিয়ে আসা ট্রাফিক পুলিশ সদস্য মো. নাসিরুল হাসান জানান, রায়েরবাগ বাসস্ট্যান্ড আউটগোয়িং সড়কে পুলিশ সদস্য বাতেন মোটরসাইকেল নিয়ে পড়েছিলেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে তিনি ঢামেক হাসপাতালে মারা যান।