চট্টগ্রাম নগরের দেওয়ানহাট ওভারব্রিজ সংলগ্ন রেললাইনে জনি আহমদ (২৩) নামের এক যুবক ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছেন। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই আবু জাফর খান জানান, সকালে সাগরিকা ট্রেনে কাটা পড়ে ওই যুবক। তার গলা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এটি দুর্ঘটনা মনে হচ্ছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ফরেনসিক মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, জনি নগরীর টাইগারপাস এলাকার একটি গ্যারেজে গত দুদিন আগে কাজ নেন। আগে নির্মাণ কাজের শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।
এই ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার সরকার পাড়া গ্রামের মো. সাবেদ আলীর ছেলে। চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকার একটি গ্যারেজে থাকতেন তিনি।