নিজস্ব প্রতিবেদকঃ সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন বলেছেন – ডঃ মুহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষকে সুদ খেতে উদ্ধুদ্ধ করেছেন। সুদ দেয়ানেয়া শিখিয়েছেন।
তিনি বলেন- যে আমেরিকা স্বাধীনতা হরণের জন্য সপ্তম নৌবহর পাঠিয়ে জাতিকে নির্মূল করতে চেয়েছিল – যে আমেরিকার সিআইএ বঙ্গবন্ধুকে হত্যার মূল নকশা তৈরি করে দিয়েছে – সেই আমেরিকার দালালী করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে নানা ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত রয়েছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় কাউন্সিলর এনামুল হক আবুলের সভাপতিত্বে ও সফিউল আজম চৌধুরী শাহিনের উদ্যোগে ও পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তবে অনিবার্য কারণে আলোচনা সভায় যোগ দিতে বিলম্ব হয়। তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং গণভোজে অংশ নেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন – ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল – মাসুদ সেরনিয়াবাত – সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি- ভাষাসৈনিক শামসুল আলমের পুত্র তাসকিন আহমেদ – তৌফিক আহমেদ ও নাজির আহমেদ বাবু প্রমুখ।
মমতাজ হোসেন বলেন- ডঃ ইউনুস এদেশের ভাবমূর্তি নষ্ট করে স্বাধীনতাকেই হুমকির মুখে ফেলে দিয়েছেন। শেখ হাসিনাকে উৎখাত করার জন্য চক্রান্ত করছেন। মোর্শেদ কামাল বলেন- আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে আবারও ২১ আগস্ট সংঘটিত করে শেখ হাসিনা হত্যা করার ষড়যন্ত্র হতে পারে। তবে আল্লাহই শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখবেন। এনামুল হক আবুল বলেন- আইন তার নিজস্ব গতিতে চলে বাইরের উকিল এনে মামলা মোকাবিলা করুন। কিন্তু আপনার সৎ সাহস নেই কারণ আপনি জনগণের টাকা লুটেপুটে খেয়েছেন।
সোহেল সানি বলেন- ডঃ ইউনুস আমেরিকার সিআইএর দালালি করে নোবেল হাতিয়ে নিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করে তাবেদার সরকার কায়েম করতে চান। নোবেল পুরস্কার পাওয়ার পর ডঃ ইউনুস শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতি সৌধ ও শহীদ মিনারে যাননি- তাহলে আমাদের কী আর বুঝতে বাকী থেকে যে তিনি স্বাধীনতা বিরোধী।
সফিউল আজম চৌধুরী শাহিন বলেন-শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে জনগনকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে এলএডির মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও ২১ আগস্ট গ্রেনেড হামলার ওপরে নির্মিত একটি প্রামন্য চিত্র প্রদর্শিত হয়।
Like this:
Like Loading...