পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর পরশুরামে ডিজিটাল নিরাপত্তা আইনে আবু তাহের কালু (৪২) নামে এক যুবককে গ্রেফতার পরশুরাম মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায় ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর ভাবমুর্তি ক্ষুন্ন করাসহ দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে মিথ্যা, কুরুচিপূর্ন, মানহানিকর মন্তব্য ও লেখা পোষ্ট করার দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে আবু তাহের প্রঃ কালুকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আবু তাহের কালু দাগনভূঁঞা উপজেলার সমাসপুর এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মু. খালেদ দাইয়ান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর ভাবমুর্তি ক্ষুন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, কুরুচিপূর্ন ও মানহানিকর মন্তব্য লেখা পোষ্ট করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় কালুকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।।
Facebook Comments