সিনিয়র রিপোর্টার : আব্দুর রাজ্জাক
নীলফামারী, ডিমলার বাবুরহাট (সেনপাড়া) গ্রামের সার্বজনীন কালী মন্দিরের মূর্তি ভাংচুর করেছে বলে জানা গেছে।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান, এজাহার ও ঘটনা সুত্রে জানা যায়, গত (১৬ জুলাই ২০২৪)দিনগত রাতে কে বা কাহারা উক্ত মন্দিরে প্রবেশ করে মন্দিরে থাকা শ্রী শ্রী কালী প্রতিমার মাথা, হাত এবং শিব ঠাকুরের প্রতিমাটি সম্পূর্ন রুপে ভাংচুর করে মন্দিরের মেঝেতে ফেলে রেখেছে।
পরের দিন (১৭ জুলাই) সকাল অনুমান ০৬.০০মিনিট সময় মন্দিরের সাধারণ সম্পাদকের মাতা সাবিত্রী রানী সেন তাহার বসত বাড়ীর বাহীর উঠানে উক্ত মন্দিরের গ্রিলের দরজা খোলা দেখতে পেয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে উক্ত ঘটনা দেখতে পায় তখন তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ঘটনা দেখেন।
মন্দিরের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সেন (৪৬) বাদী হয়ে গত (১৭ জুলাই) অজ্ঞাত নামা আসামি করে একটি মামলা দায়ের করেন মামলা নং ২০/১৫৬।
বি ডি এম ডাব্লুর সভাপতি থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ কুমার রায় এর নিকট ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন এখন পর্যন্ত কোন অপরাধিকে সনাক্ত করা যায়নি।
বি ডি এম ডাব্লুর সভাপতি এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অতি দ্রুত অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Like this:
Like Loading...