গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ মধ্য রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের নাম নাম আব্দুর সাত্তার (৪৫)।
তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার মৃত বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাত্তার বউ বাজার এলাকার রেললাইন পারাপারের সময় পঞ্চগড় হতে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর পাঠান। খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশে ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।