ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৪ জুলাই শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলার ১২তম আসর। তিন দিনের এই মেলায় সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার সুযোগ মিলবে।
শুধু স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশের সবচেয়ে বড় এই মেলার আয়োজন করছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকার। প্রতিষ্ঠানটির কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, মেলায় হালনাগাদ মডেলের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের পাশাপাশি আনুষঙ্গিক গ্যাজেটও পাওয়া যাবে। বরাবরের মতো এবারও দেশ-বিদেশের শীর্ষ ব্র্যান্ডগুলো মেলায় অংশ নিচ্ছে। বিশেষ ছাড় ও উপহারও দেবে তারা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার অফিশিয়াল ফেইসবুক পেইজ
www.facebook.com/STExpo এবং প্রযুক্তিবিষয়ক নিউজ পোর্টাল টেকশহরডটকমে (www.techshohor.com) হালনাগাদ তথ্য পাওয়া যাবে।
Facebook Comments