শুক্রবার রাতে ঢাকার উত্তরা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ছয় সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
শনিবার সকালে তিনি জানান, শুক্রবার রাতে রাজধানীর উত্তরা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ছয় সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
Facebook Comments