শিরোনাম

ঢাকা ব্যাংকের এমডিকে জরুরি তলব (দুদক)।

সংবাদটি প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯ ১২:১০:৫৯ অপরাহ্ণ
ঢাকা ব্যাংকের এমডিকে জরুরি তলব (দুদক)।
ঢাকা ব্যাংকের এমডিকে জরুরি তলব (দুদক)।

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানকে জরুরি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঋণ কেলেঙ্কারি, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ অক্টোবর) তাকে তলবি নোটিশ পাঠান দুদক উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক।
তলবি নোটিশে আগামী ৬ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সৈয়দ মাহবুবুরকে হাজির হতে বলা হয়েছে।
২০১৫ সালের ৮ নভেম্বর ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগ দেন সৈয়দ মাহবুবুর রহমান। এর আগে তিনি বেশ কয়েকটি ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

Spread the love
Facebook Comments

Contact Us