দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানকে জরুরি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঋণ কেলেঙ্কারি, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ অক্টোবর) তাকে তলবি নোটিশ পাঠান দুদক উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক।
তলবি নোটিশে আগামী ৬ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সৈয়দ মাহবুবুরকে হাজির হতে বলা হয়েছে।
২০১৫ সালের ৮ নভেম্বর ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগ দেন সৈয়দ মাহবুবুর রহমান। এর আগে তিনি বেশ কয়েকটি ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
Facebook Comments