মোঃ নাঈম সরকার (কুমিল্লা)থেকেঃ- কুমিল্লার তিতাস উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বর্তমান মেম্বার মমিনুল হকের উপর পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। আজ সকাল ৭ টায় কড়িকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ৮ নং চর-রাজাপুর ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ মমিনুল হকের বাড়ীতে, দুপক্ষের আহত হয়েছে (৩) তিন জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহত মমিনুল হক জানান, আমি বর্তমান মেম্বার ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার প্রার্থী গত ৭ ফেব্রুয়ারি মতবিনিময় সভা করেছি,আমার জনপ্রিয়তার প্রতি ঈর্ষাণ্বীত হয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমারি প্রতিবেশী শেখ সাদি পিতা.মৃত্যু জাবেদ আলী, মো.মুনসুর আলী, ফজর আলী,পিতা আঃবারেক, মো.বাবুল পিতা মৃত্যু সুন্দর আলী, আরো ১০/১৫ জন সংঘবদ্ধ হয়ে আমার বাড়িতে অতর্কিত ভাবে আমার ও আমার বৃদ্ধ বাবার উপর হামলা চালায়, এমনত অবস্থায় আমি আমার বাবাকে তাদের থেকে বাঁচাতে এগিয়ে গেলে, পিছন থেকে শেখ সাদী আমার মাথায় দা দিয়ে কোপ দিয়ে রক্তাক্ত করে আমার মাথায় পাঁচ টি সেলায় লেগেছে এবং আমার বাবার হাতে ও দায়ের কোপে মারাত্নক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। উক্ত বিষয়ের অভিযুক্ত শেখ সাদি জানায়, মসজিদে টাকার হিসাব নিকাশ নিয়ে আমরা সামাজিক ভাবে বসি।এমত অবস্থায় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ড তৈরী হলে হলে মারামারি পর্যায় চলে যায়। এসময় মমিনুল মেম্বার ও তার পিতা ডা.আসাদ সহ আমি আহত হই এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে আসি। স্থায়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ মহাসীন ভূইয়া জানান, তদন্ত সাপেক্ষে ন্যায়-অন্যায় দেখে কঠিন বিচার করা হবে। এব্যাপারে তিতাস থানা অফিসার ইনর্চাজ সৈয়দ আহসানুল ইসলাম জানান, এব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায় নাই,তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments