শত বছরের পুরনো একটি গ্রামীণ রাস্তায় জোরপূর্বক স্থাপনা ও দেওয়াল নির্মাণ করেছে এক প্রভাবশালী। এতে ৪০টি পরিবারের দুই শতাধিক মানুষ তিন মাস ধরে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্য পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গ্রামের প্রধান রাস্তা থেকে চলাচলের জন্য বাড়ির পাশ দিয়ে সরু একটি মাটির রাস্তা। রাস্তার মাঝখানে একটি একচালা ছোট্ট টিনশেড ঘর নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর সামনে কিছুদূর পর আড়াআড়িভাবে ইট দিয়ে আরো একটি দেওয়াল নির্মাণ করা হয়েছে। এতে রাস্তাটিই বন্ধ হয়ে গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে রাস্তার মালিকানা দাবি করে প্রতিবেশী মনসুর আলীর ছেলে মুনজিল মিয়া রাস্তাটি বন্ধ করে দেন।
অবরুদ্ধ একটি পরিবারের সদস্য আবদুল মান্নান বলেন, বাপ-দাদার আমল থেকেই শতাধিক বছর ধরে এই রাস্তা দিয়ে সবাই চলাচল করে আসছি। হঠাৎ করে মুনজিল মিয়া নিজের জায়গা দাবি করে রাস্তার মধ্যে ঘর ও ইট দিয়ে দেওয়াল নির্মাণ করেছেন।
অভিযুক্ত মুনজিল মিয়া বলেন, জায়গাটি আমার বাড়ির উঠান। এ জায়গা দিয়ে তারা অবাধে চলাফেরা করলেও এখন আমি সীমানা প্রাচীর দিয়ে জায়গাটি আমার নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। এর পরিবর্তে আমার বাড়ির পশ্চিম পাশ দিয়ে চলাচলের রাস্তার জন্য গাছ কেটে জায়গা করে দিয়েছি। কিন্তু তারা মানছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এ কে এম লুৎফর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ইউপি সদস্য মো.শাহজাহান বলেন, বিষয়টি সমাধানের জন্য চেয়ারম্যানকে নিয়ে তিনটি দরবার করেছি। কিন্তু মনজিল মিয়া কোনো দরবারই মানছেন না।
Facebook Comments