দেশজুড়ে আলোচিত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির মারা গেছেন।শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
পরিস্থিতি অবনতির আশঙ্কায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ বিধি কার্যকর থাকবে। এদিকে রোববার রাত আটটার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন ওরফে মোজাক্কিরকে।
Facebook Comments