পশ্চিমবঙ্গের আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি প্রবর্তিত ‘দীনেশ-রবীন্দ্রপত্র’ সম্মাননা পদক ২০২৩ অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।শিক্ষা-গবেষণা-উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ সম্মাননা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির পরিচালক ও দীনেশচন্দ্রের প্রপৌত্রী অধ্যাপিকা দেবকন্যা সেন সশরীরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সম্মাননা পদক ও মানপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের হাতে।
উল্লেখ্য, বিচারপতি সুধেন্দু মল্লিক, বিচারপতি চিত্ততোষ মুখার্জি, সুপ্রিয় ঠাকুর, বাংলাদেশের মন্ত্রী মোস্তাফা জব্বার, কবি মুহম্মদ নুরুল হুদা, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সমাজকর্মী এরোমা দত্ত প্রমুখ এর আগে এই পদক লাভ করেন।
জায়েদুল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
Like this:
Like Loading...