নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চাঁদাবাজি করতে এসে ধরা পড়েছেন ইমরান হায়দার নামে দুদকের এক ভুয়া কর্মকর্তা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ফতুল্লার ওয়াবদারপুল এলাকার মালেক সরকারের ছেলে কাপড় ব্যবসায়ী নাজির সরকার। তার কাছে প্রায় সময় ইমরান হোসেন হায়দার নিজেকে দুদকের এএসআই পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করতেন। বিভিন্ন সময় তার কাছ থেকে ২০ হাজার টাকাও নিয়েছেন।
পরে বিষয়টি এলাকাবাসী জানতে পেরে দুদক কার্যালয়ে যোগাযোগ করে জেনেছেন ইমরান হোসেন হায়দার নামে দুদকের কোনো কর্মকর্তা নেই। পরে আবারও চাঁদা নিতে আসলে এলাকাবাসী ইমরান হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ইমরান হোসেনকে আটক করে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
রবিবার রাত ১১টার দিকে ফতুল্লার ওয়াবদাপুল এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক ইমরান হোসেন হায়দার (৪২) ফতুল্লার হাজীগঞ্জ এলাকার শাহ আলমের ছেলে।
Facebook Comments