শিরোনাম

দুবাইয়ের শাসকের বিরুদ্ধে আদালতে হাজির হয়েছেন প্রিন্সেস হায়া

সংবাদটি প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০১৯ ১২:০৬:১৩ অপরাহ্ণ
দুবাইয়ের শাসকের বিরুদ্ধে আদালতে হাজির হয়েছেন প্রিন্সেস হায়া
দুবাইয়ের শাসকের বিরুদ্ধে আদালতে হাজির হয়েছেন প্রিন্সেস হায়া

সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আইনি লড়াইয়ের শুনানিতে অংশ নিতে ব্রিটেনের একটি আদালতে হাজির হয়েছেন প্রিন্সেস হায়া বিনতে আল হুসাইন।


মঙ্গলবারের ওই শুনানিতে তার সাবেক স্বামী ধনকুবের ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমকে সেখানে দেখা যায়নি।

আদালতের হায়ার সঙ্গে ছিলেন বিবাহ বিচ্ছেদ আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারোনেস শ্যাকলেটন। এর আগে এই আইনজীবী প্রিন্সেস ডায়ানা থেকে প্রিন্স চার্লসের বিচ্ছেদের আইনি ঝামেলা মেটাতেও কাজ করেন।

গত জুলাইয়ে দেয়া এক বিবৃতিতে দুই পক্ষ বলেছে, লন্ডনের হাইকোর্টের এই মামলা বিচ্ছেদ কিংবা অর্থনৈতিক সংক্রান্ত কোনো বিষয় আশয় নিয়ে নয়। কেবল সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তের মধ্যেই সীমিত।

অবশ্য এ মামলার খবর প্রকাশের ক্ষেত্রে ব্যাপক বিধিনিষেধ ছিল। শেখ মাখতুম এর আগেও আদালতে হাজির হওয়া থেকে নিজেকে দূরে রেখেছেন। চলতি বছরের শুরুতেও মামলার শুনানির সময় তাকে ঘোড়ার নিলামে উপস্থিত হতে দেখা গেছে।

এক শুনানিতে জর্ডানের প্রয়াত বাদশাহর মেয়ে ও বর্তমান বাদশাহ আবদুল্লাহর এই সৎবোন তার অপ্রাপ্তবয়স্ক সন্তানকে জোর করে বিয়ে থেকে সুরক্ষা চেয়ে আদালতের কাছে আবেদন করেন।

এছাড়া সন্তানদের নিগ্রহ থেকে বাঁচাতেও আদালতের দারস্থ হয়েছেন এই প্রিন্সেস।

সুত্রঃ -মেইল অনলাইনের

আরও পড়ুনঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
আইএমএফ-এর শর্ত ‘কল্পনার বাইরে’ বলে আখ্যা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ
যুক্তরাষ্ট্র কেনো চীনের বেলুনটিকে ভূপাতিত করতে পারছেন না
মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু কেন্দ্রগুলোর উপর নজরদারির জন্য গুপ্তচর বেলুন ব্যবহার করছে চীন
সামরিক শক্তিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ইসরায়েল
বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো সম্ভব নয়
অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা ও দারিদ্র্য হ্রাসের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর স্বাবলম্বীকরণ ...
লিওপার্ড ২ ট্যাংক কী?
Spread the love
Facebook Comments

Contact Us