চীনের একটি আদালত বৃহস্পতিবার দুর্নীতির দায়ে দেশটির সাবেক আইনমন্ত্রী ফু ঝেংহুয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।
১৬ মিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগে ৬৭ বছর বয়সি সাবেক এ আইনমন্ত্রীরকে মৃত্যুদণ্ড দেন আদালত। খবর আনাদোলুর।
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের চেংচুং জেলার আদালত বৃহস্পতিবার এ রায় দেন।
ফু ঝেংহুয়া ২০১৮ সালের মার্চ থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত চীনের আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
তার বিরুদ্ধে ১১৪ মিলিয়ন ওয়ানের (চীনা মুদ্রা) বেশি অর্থাৎ ১৬.৭৬ মিলিয়ন ডলার ঘোস নেওয়ার অভিযোগ উঠে।
Facebook Comments