দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালেন ফেনীর ছাগলনাইয়ার খোরশেদ আলম দিদার। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ৬টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ মারা যান তিনি।
নিহত ব্যবসায়ীর বাড়ি উপজেলার পূর্ব হরিপুর গ্রামে । তিনি জোহানেসবার্গের রজেটিনভিলে দীর্ঘ সময় ধরে ব্যবসা করে আসছিলেন। সেখানে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে জোহানেসবার্গের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোরশেদ।
এর আগে তার বড় ভাই নজরুল ইসলামও দক্ষিণ আফ্রিকায় মারা যান।