চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার মিল্লাত ভবনে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুর বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত খলিল খানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত খলিল পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার আতরখালী গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে।
ঘটনার বিষয়ে ইপিজেড থানার এসআই সাজেদ কামাল জানান, শিশুটির বাবা রিকশাচালক। তার মেয়ে পাশের একটি ঘরে টিভি দেখতে গিয়েছিল। দুই পরিবারের মধ্যে সম্পর্ক ভালো ছিল বিধায় পরিবারের সদস্যদের যাতায়াত ছিল। এ কারণে মেয়েটি ওই বাসায় টিভি দেখতে গিয়েছিল। টিভি দেখার সময় সুযোগ বুঝে মেয়েটিকে ধর্ষণ করে খলিল। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Facebook Comments