রাজশাহীর পুঠিয়ায় বসতঘর থেকে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের সুকদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধূ বিথী বেগম (২৭) ওই গ্রামের আব্দুল হালিমের দ্বিতীয় স্ত্রী ও একই গ্রামের মৃত জামাল হোসেনের মেয়ে।
ভুক্তভোগীর পরিবার জানায়, বিয়ের আগে হালিম বিথীকে ধর্ষণ করেন। এ ঘটনায় করা মামলা থেকে রেহাই পেতে কৌশলে বিথীকে বিয়েও করেন। এরপর আদালত থেকে সেই মামলা না তোলায় স্বামী তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার লাশ ঘরের তীরে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকে হালিমের পরিবারের লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে গেছে।
বিথীর মা বিলকিস বেগম বলেন, প্রায় ৪ মাস আগে হালিম কৌশলে বিথীর আগের স্বামীর সাথে তালাক করিয়ে বিয়ে করে। হালিমের কথামত না চলায় তার মেয়েকে তিনি হত্যা করেছেন।