আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে ভূয়া কাবিননামা তৈরী করে এক তরুনীকে একাধিকবার ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবককে বিদেশে পালানোর সময় গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রনি জয়পুরহাট পৌর শহরের ধানমন্ডি এলাকার নুরুল ইসলাম মন্ডলের ছেলে। রবিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, প্রায় দুই বছর আগে কাতারে থাকার সময় ভুক্তভোগি ওই তরুনীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে রনির। পরে রনি দেশে ফিরে একটি ভুয়া কাবিননামা তৈরী করে তরুনীকে একটি বাড়িতে রেখে একাধিকবার ধর্ষণ করে।
এরপর মেয়েটি সদর থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত কাতারে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ র্যাব ও ইমিগ্রেশনের সহায়তায় তাকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তার করে।
Facebook Comments