বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে শনিবার সকাল পর্যন্ত পটুয়াখালী জেলার কোথাও কোথাও মৃদু বাতাস বইলেও দমকা হাওয়ার খবর পাওয়া যায়নি। পটুয়াখালীর উপকূল জুড়ে হালকা-মাঝারি বৃষ্টি হচ্ছে। পটুয়াখালী আবহাওয়া অফিস ও কলাপাড়া রাডার স্টেশন ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তবে কোথাও এখনও বাতাস তেমন বইছে না। জোয়ারের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। পায়রা বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলায় বুলবুল মোকাবেলায় বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা সতর্কাবস্থানে রয়েছে। অভ্যন্তরীণ রুটে সকল ধরনের নৌ যান চলাচল বন্ধ রয়েছে। বুলবুল’র যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে জেলা প্রশাসন।
Facebook Comments