শিরোনাম

ধেয়ে আসছে বুলবুল

সংবাদটি প্রকাশিত হয়েছে : শনিবার, নভেম্বর ৯, ২০১৯ ১০:২৫:১১ পূর্বাহ্ণ
ধেয়ে আসছে বুলবুল
ধেয়ে আসছে বুলবুল

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে শনিবার সকাল পর্যন্ত পটুয়াখালী জেলার কোথাও কোথাও মৃদু বাতাস বইলেও দমকা হাওয়ার খবর পাওয়া যায়নি। পটুয়াখালীর উপকূল জুড়ে হালকা-মাঝারি বৃষ্টি হচ্ছে। পটুয়াখালী আবহাওয়া অফিস ও কলাপাড়া রাডার স্টেশন ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তবে কোথাও এখনও বাতাস তেমন বইছে না। জোয়ারের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। পায়রা বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলায় বুলবুল মোকাবেলায় বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা সতর্কাবস্থানে রয়েছে। অভ্যন্তরীণ রুটে সকল ধরনের নৌ যান চলাচল বন্ধ রয়েছে। বুলবুল’র যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে জেলা প্রশাসন।

Spread the love
Facebook Comments

Contact Us