পাবনার ভাঙ্গুড়ায় স্পর্শকাতর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই বছর ধরে এক নারীকে ধর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আরও অভিযোগ করা হয়েছে, নির্যাতনের সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে জোরপূর্বক গর্ভপাত করানো হয়। নির্যাতনকারীর নাম বুলবুল আহমেদ বিপুল। সে উপজেলার মোহনপুর ইউনিয়নের গজারমারা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
জানা যায়,বুধবার কিকেলে (২৮ ডিসেম্বর) যুবতী বিয়ের দাবি নিয়ে বিপুর বাড়িতে অবস্থান নেয়। এর ৩ দিন পর ভোরে বিপুর বাবা, মা,বোন মারধর করে তাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করলে মিয়েটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে ঘটনা জানা জানি হয়।
যুবতীর সাথে কথা বলে জানা যায়, ৪ বছর পূবে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিপু কৌশলে প্রেমিকাকে ভাঙ্গুড়ায় ডেকে এনে এক আত্মিয় বাড়িতে শারীরিক সম্পর্কস্থাপনসহ মোবাইলে প্রেমিকার নগ্ন ছবি ধারণ করে। ফেসবুকে এ ছবি ছাড়ার ভয় দেখিয়ে প্রায় ২ বছর বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে মেয়েটি জানায়।
গত বুধবার বিপুর বাড়িতে কেউ থাকবেনা এ কথা জানিয়ে ওই মেয়েকে বাড়িতে আসতে বললে সে রাজি না হয়ে থানায় অভিযোগ করবে জানালে তাকে বিয়ের কথা বলে নিজ বাড়িতে আসতে বলে। কিন্তু তার বাবা মা বাড়িতে থাকায় বিপু ফোন বন্ধ করে পালিয়ে যায়। এরপর বুধবার সন্ধা ৬ টার দিকে মেয়েটি বিয়ের দাবিতে প্রেমিক বিপুর বাড়িতে অবস্থান নেয়। শুক্রবার ভোর রাতে বিপুর পরিবারের সবাই মেয়েটিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় মেয়েটি বর্তমান খোলা আকাশের নিছে নিরাপত্তা হীনতায় ভুগছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ আফছার আলী মাষ্টার জানান ছেলের বাবা ছেলেকে লুকিয়ে রাখায় গ্রাম পুলিশ দিয়ে ময়েটিকে পাহাড়া দেয়া হচ্ছে।
ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, বিষয়টি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে শুনেছি। বিট পুলিশং কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
Facebook Comments