এলাকাবাসী জানায়, সোমবার সকালে পারভেজ কাজী স্থানীয় সারোল বৌ-বাজার থেকে বাজার করে ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বয়রা গ্রামের বাদশা কাজীর বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।
আহতের চাচাতো ভাই বুলু কাজী জানান, বয়রা গ্রামের কাজী ইমদাদুলের ছেলে অহিদ কাজী, নাহিদ কাজী, ওয়ালীদ কাজীসহ ৭-৮জন রামদা, ছ্যানদা দিয়ে হত্যার উদ্দেশে পারভেজকে কুপিয়ে আহত করেছে।
লোহাগড়া উপজেলা হাসপাতালে চিকিৎসক ড. সৈয়দ ফরহাদ বিন হক (সৌরভ) জানান, অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।